Print Date & Time : 11 May 2025 Sunday 1:57 am

মিরপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ মিরপুর বাজারসহ উপজেলার বিভিন্নস্থানে ধরাবাহিক চুরির বিষয় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও আইন-শৃংখলাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময়ে প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাবেক আহ্বাকয়ক হুমায়ূন কবির হিমু, যুগম্-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক ফিরোজ আহাম্মেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি হাসানুর রহমান খান তাপস, সাংবাদিক আলম মন্ডল, সুমন মাহমুদ, নাঈম খন্দকার, আশরাফুল আলম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//