মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ায় মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়ান প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিডাব্লিউএলডি) সহযোগিতায় সোমবার সকালে জেলার মিরপুর উপজেলা সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর জায়েদুল হক মতিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। এ সময়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা, ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ বিষবৃক্ষ তামাকের ক্ষতিকর দিক এবং তামাকের বিকল্প ফসল উৎপাদনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Discussion about this post