Print Date & Time : 23 August 2025 Saturday 10:19 am

মিরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও-নবীন বরন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী এবং ২০২১ সালের উচ্চ মাধ্যমিক (জেনারেল ও বিএম) শাখার শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ পরিচালনা কমিটি’র সভাপতি ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি- বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আলী, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পিস্তল। চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ( চেয়ারম্যান পদপ্রার্থী) এনামূল হক বাবলু, সাগরখালী আদর্শ কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাদের বিশ^াস, সমাজ সেবক আক্কাস আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাকি, চিথলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাঃ আনোয়ার হোসেন। পবিত্র কোরআন থেকে পাঠ করেন বিদায়ী ছাত্র বাদশা, অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত কলেজের বাংলা প্রভাষক রহিদুল ইসলাম।
জয়া–২৬-১১-২০২১