মিরপুর প্রতিনিধি ॥ গতকাল দুপুরে কুষ্টিয়ার মিরপুরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কামারুল আরেফিন, পৌর মেয়র হাজী এনামুল হক, এনআরবিসি ব্যাংকের স্পন্সর ডিরেক্টর আকতারুল ইসলাম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের ও অত্র শাখার ম্যানেজার মনিরুল ইসলাম মনির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস, মিরপুর পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন, মিরপুর বাজার কমিটির সাধারন সম্পাদক মফিদুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মারফত আফ্রিদী প্রমুখ।

Discussion about this post