Print Date & Time : 5 July 2025 Saturday 2:29 pm

মিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গুনী শিক্ষক নাজমুল হাসান, অবসরপ্রাপ্ত দপ্তরী মোয়াজ্জেম হোসেন, অবসরপ্রাপ্ত নৈশপ্রহরী হাবীব রহমতুল্লাহ এবং এসএসসি পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আক্কাস আলী, সারগখালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  গিয়াস উদ্দিন পিস্তল ও চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবলু প্রমুখ।

আর//দৈনিক দেশতথ্য//২৫ মে-২০২২//