মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে কামিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের সভাপতি মারফত আফ্রিদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মহন, শিক্ষক প্রতিনিধি আব্দুল আলিম, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান রানা, ইসতিয়াক আহাম্মেদ, নাজমুল ইসলাম ও রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙ্গালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী রাজধানীহ সারাদেশে নিরীহ ও নিরস্ত্র বাঙ্গালীদের ওপার ঝাঁপিয়ে পড়েছিল।
বক্তারা সেই কালো রাতে গণহত্যায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস ও লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। এদেশ আমার, এদেশ আমাদের সকলের। এদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার।