মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রæয়ারী) বিকাল ৩ টার সময় মিরপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ও বিশেষ অতিথি’র বক্তব্য দেন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন এবং দ্যা ডেইলী ষ্টেট পত্রিকার মিরপুর প্রতিনিধি মারফত আফ্রিদী। অতিথিদের বক্তব্য শেষে কৃষি মেলায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এই কৃষি মেলায় উদ্যোক্তা ও কৃষি প্রদর্শনী অনুষ্ঠানে মিরপুর উপজেলার বিভিন্ন কৃষক ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
এসময় মিরপুর কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান ও মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ মেলাতে অংশগ্রহণ করা বিভিন্ন কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Discussion about this post