মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরে গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোছাঃ জুলেখা খাতুন।

Discussion about this post