Print Date & Time : 7 July 2025 Monday 11:24 am

মিরপুরে খতমুল কুরআন ও দোয়া অনুষ্ঠান

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাঁতিবন্দ বায়েতুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও লিল্লাহবোর্ডিং এর আয়োজনে খতমুল কুরআন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাঁতিবন্দ বায়েতুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহবোর্ডিং এর প্রিন্সিপাল হাফেজ শাকিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সমাজসেবা অফিসার জামসেদ আলী, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সভাপতি শামসুর রহমান বাবু, ডাঃ নাজিম উদ্দিন,  তাঁতিবন্দ বায়েতুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহবোর্ডিং এর প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম ফকির, গওহর আলী, মেহেদী হাসান, তৌফিকুর রহমান তুফান, শাহানুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লিমিটেড এর সৌজন্যে দশজন খতমুল কুরআন সম্পন্নকারীদের মাঝে পাগড়ী ও কুরআন শরীফ তুলে দেওয়া হয়। 

প্রসঙ্গত, প্রায় তিনশতাধিক শিক্ষার্থী রয়েছে। এদের থাকা খাওয়া ও বাসস্থানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কষ্ট করেই থাকতে হয়। আবাসন ব্যবস্থাঃ সুনিশ্চিত এর জন্য বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। এখন কেবল রড আর সিমেন্ট সংকট রয়েছে। বিত্তশালীদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রতিষ্ঠান প্রধান অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ।

এবি//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ, ২০২২//