কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ড. হাফিজুর রহমান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজাউল করিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহাম্মদ আলী, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, মিরপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শাহিন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া লালন সাহিত্য একাডেমির সভাপতি সাহেদ মুশতার।
এ সময়ে সংগঠনের পক্ষ থেকে ডা. অজয় রায়, সুবর্ণা চক্রবর্তী, সাজিয়া আফরিন, সাইদুর রহমান, আওলাদ হোসাইন সজীব, মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম, রাশিদুল ইসলাম রাজু, নজরুল ইসলাম দাদু ভাই, বশির আহমেদ, সাকিব মাহবুব, সাহেদ মুশতার, সুমিত্রা রায়, আনোয়ার হোসেন, ডি.সি. মন্ডল, মো. মওলা বক্স, তামান্না তানজিল মিতা, ফরিদ উদ্দিন, আসমান আলী, ছলামত হোসেন, এম জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, হাসান টুটুলকে একুশে সাহিত্য পদক দেওয়া হয়। আবৃত্তিতে পুরস্কার পান ফারজানা মিমি ও আফিয়া আঞ্জুমান অহনা।
এছাড়াও ডাঃ মুমতাহিনা ফাতিমা ধ্রুব চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য আমেরিকান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ায় তাকেও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৯,২০২৩//

Discussion about this post