Print Date & Time : 28 August 2025 Thursday 8:02 am

মিরপুরে গৃহবধুকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর প্রতিবাদ

মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরের ধুবইল গ্রামের শাহাজুলের মেয়ে সুমাইয়াকে তার জামাই আকরাম হোসেন হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন বলে দাবি করেছেন সুমাইয়ার মা শাহিদা খাতুনের।

সোমবার সকালে মিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন বকুল হোটেল এন্ড রেষ্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে সুমাইয়ার মা শাহিদা খাতুন এ দাবী জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন বিগত ৭ জানুয়ারী ২০২৩ ইং সালে আমার মেয়ে সুমাইয়া আক্তারের সাথে মিরপুর উপজেলা পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের নবীছদ্দীনের ছেলে আকরাম হোসেনর সাথে বিয়ে হয়। বিয়ের পর পরই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে আমার মেয়ে সুমাইয়াকে মারধোর ও মানষিক নির্যাতন করতো। বাধ্য হয়ে তার সুখের কথা চিন্তা করে জামাইয়ের দাবিকৃত যৌতুকের নগদ অর্থ ও আসবাবপত্র দিয়েছি। এরপরও জামাই ও তার মা আফরোজা খাতুন পিতা নবীছদ্দীন মিলে নির্যাতন ও যৌতুকের দাবির মাত্রা বাড়িয়ে দেয়। দুঃখজনক হলেও সত্য গত ২৭ মার্চ দিবাগত রাত ২টায় জামাই আকরাম হোসেন আমাকে মোবাইল ফোনে জানায় আপনার মেয়ে অসুস্থ আপনারা চলে আসেন এর পর আমি ও আমার আত্মীয় স্বজনকে নিয়ে জামাই বাড়িতে গিয়ে দেখি মেয়ে সুমাইয়ার মৃত দেহ ফ্লোরে পড়ে রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
বিষয়টি নিয়ে স্থানীয় থানায় জানালে তারা হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানান, যার ফলে বাধ্য হয়ে কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের মিরপুর আমলী আদালত এ একটা মামলা করা হয়। যার নং-মিরপুর জিআর-১১২/২৫।
পরিশেষে উল্লেখিত বিষয়টি আপনাদের মাধ্যমে দেশ ও জাতিকে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি রাখছি আমার মেয়ে সুমাইয়া আক্তারকে হত্যা করে আত্মহত্যার নাটকটি উদ্ঘাটন করবেন এবং আমি ন্যায় বিচার চাই ।