কুষ্টিয়ার মিরপুরে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন পরিষদে এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম, সাবেক কমান্ডার আফতাব উদ্দিন ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ এবং পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন। উল্লেখ্য এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশ গ্রহণ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২৩//