Print Date & Time : 11 May 2025 Sunday 10:24 am

মিরপুরে চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল’ ২০২২ইং) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে চাষীদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কামারুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//