এম আনোয়ার হোসেন নিশি \ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চিথলিয়া দাখিল মাদরাসার ৩৯ জন পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ ম (ষ্ঠ) শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী-২০২৪ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সুপার মোঃ আনোয়ার হোসাইন। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি-চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামূল হক বাবলু, বিশেষ অতিথি ছিলেন সাগর খালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ¦ রবিউল ইসলাম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাকী।
স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান, মানপত্র পাঠ করেন ১০ শ্রেণীর ্রছাত্রী শারমিন আক্তার, বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্র ও ইসলামী বিশ^ বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী আল আমিন হোসাইন, বিদায়ী ছাত্র সোহাগ আলী। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৮ ম শ্রেণীর ছাত্র হাফেজ সিজান আহমেদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ৭ ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন খাতুনসহ তার দল।
এ সময় ২০২৩ সালের কৃতি ছাত্রীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম এবং সিরাজুল ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সুপার মোঃ আনোয়ার হোসাইন। নিশি- ০৮-০২-২০২৪
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ ফেব্রুয়ারি ২০২৪

Discussion about this post