Print Date & Time : 3 July 2025 Thursday 7:47 pm

মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার (২৪ জুলাই) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এতে বিশেষ অতিথি ছিলেন ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, পোড়াদহ মৎস্য বীজ খামারের ব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবীন আখতার প্রমুখ।

মৎস্য চাষী নাসির উদ্দিন সেন্টু’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম।

এ সময়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় শামসুল আরেফিন অমূল্য, সুরুজ্জামান সুজন, মাহাবুর রহমান মামুন ও নকিব করিমকে পুরুষ্কৃত করা হয়।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

আর//দৈনিক দেশতথ্য//২৪ জুলাই-২০২২//