Print Date & Time : 10 September 2025 Wednesday 1:14 am

মিরপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে সভা

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ডাব্লিউবিবি ট্রাষ্টের সহযোগিতায় গতকাল সোমবার সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইড লাইন বাস্তবায়ন জরুরি শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু। এতে বিশেষ অতিথি ছিলেন, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সিদ্দিকুর রহমান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম, আব্দুস সামাদ, হাফিজুল ইসলাম, আব্দুল মালেক, শুকজান খাতুন, অগ্রগামী যুব সংস্থার সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক পলাশ কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন।

দৈনিক দেশতথ্য//এইচ/