মিরপুর প্রতিনিধি ॥ নারীদের সমঅধিকার-সমমর্যাদা প্রতিষ্ঠার দাবীতে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় নারী জোটের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নারী জোটের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় নারী জোটের সভাপতি মোছাঃ সুফিয়া খাতুনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা হক রীনা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দিনের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, জাসদ নেতা মিজানুর রহমান, সাইদুর রহমান মন্টু, আজাম্মেল হক, জাতীয় নারী জোট নেত্রী মোছাঃ নাজমা হারুন, মোছাঃ শেফালী খাতুন, মোছাঃ লিপি খাতুন ও মোছাঃ রুমা খাতুন। এসময় উপজেলা জাসদ ও ইউনিয়ন জাসদের বিভিন্ন নারী নেত্রী উপস্থিত ছিলেন।