রাশেদুজ্জামান রিমন: কুষ্টিয়ার মিরপুরে সাত দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় এসময়ে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, পোড়াদহ মৎস্য বীজ উৎপাদন খামারের সম্প্রসারণ কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে বড় মাছ উৎপাদনে মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন ও রমজান আলী, পোনামাছ উৎপাদনে আবুল কালাম এবং তেলাপিয়া মাছ উৎপাদনে আব্দুল হালিম বিশ্বাসকে পুরষ্কৃত করা হয়। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post