Print Date & Time : 21 August 2025 Thursday 2:45 pm

মিরপুরে জামায়াতের মতবিনিময় সভা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলার স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে জামায়াত ইসলামী বাংলাদেশ এর কর্মকান্ড শীর্ষক এক মতবিনিময় সভা করেছে আমলা ইউনিয়নের নেতৃবৃন্দরা।

গতকাল রবিবার (১৫ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন দলটির নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী বাংলাদেশ এর আমলা ইউনিয়ন শাখার আমীর বজলুর রহমান কালু, সেক্রেটারী নিয়ামত আলী, কর্মী জাহিদুজ্জামান খাঁন, আমলা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের আমীর সোহেল রানা, কর্মী সাজ্জাদ আলী খাঁন প্রমুখ। এসময় আমলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জামায়াত ইসলামী বাংলাদেশ এর আমলা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দদের বিভিন্ন উন্নয়নমুলক ও জনকল্যাণমুলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে১৫,২০২২//