মিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উদ্যোগে এবং সোনালী ব্যাংক পিএলসি মিরপুর শাখার সহযোগিতায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উপ-পরিচালক আসলাম হোসেন, সহকারী পরিচালক শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল কাফী প্রমুখ। সোনালী ব্যাংক মিরপুর শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) মমতাজুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ এলেই একটি অসাধু চক্র জাল টাকা ব্যবহারে সক্রিয় হয়ে উঠে। এই জাল নোট প্রতিরোধে একা সরকার কিংবা ব্যাংকার যথেষ্ট নয়, জাল টাকা রোধ করতে সকলের সমন্বিত উদ্যেগ দরকার। সকলের প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।

Discussion about this post