Print Date & Time : 26 August 2025 Tuesday 2:13 pm

মিরপুরে জাসদের উদ্যোগে কম্বল বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে অস্বচ্ছল, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, জাতীয় নারী জোট মিরপুর পৌর শাখার সভাপতি সাবেক কাউন্সিলর শেফালী খাতুন, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক ডা. মাসুদ রানা, পৌর জাতীয় যুবজোট শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৩ জানুয়ারি ২০২৩