কুষ্টিয়ার মিরপুরে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আমলা ইউনিয়ন জাসদের আয়োজনে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দীন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাসদ সভাপতি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলীম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম- সাধারণ সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বাহাদুর শেখ, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, সদরপুর ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাবদার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আম্বির হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, বারুইপাড়া ইউনিয়ন জাসদের সভাপতি জিন্নাহ মোফাক্কর, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, জাতীয় নারী জোট মিরপুর পৌর শাখার সভাপতি মোছাঃ শেফালী খাতুন, সাধারণ সম্পাদক মোছাঃ লিপি খাতুন, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ- সভাপতি রেজাউল হক তুফান, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা প্রমুখ।
এসময় উপজেলা জাসদ ও ইউনিয়ন জাসদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩