Print Date & Time : 29 July 2025 Tuesday 11:58 pm

মিরপুরে জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জাসদ উপজেলার সব ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা করেছে। এতে সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, প্রধান আলোচক ছিলেন মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী।

সভায় বক্তারা বলেন- ঐক্যবদ্ধ ভাবে সকল অপশক্তিকে মোকাবেলা করতে ১৪ দলীয় জোটকে সার্বিক ভাবে সহযোগীতা করতে হবে।

গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার দিন ব্যাপী মিরপুর মিনি রিসোর্ট সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়।

বক্তব্য প্রদান করেন উপজেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, জাসদ নেতা হাফিজুর রহমান হাফিজ, উপজেলা জাসদের সদস্য ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ বাহাদুর বারু, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক জাতীয় নারীজোট মিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদীকা রুমানা মেম্বারসহ জাতীয় যুবজোট, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠানের নেতৃবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৫,২০২৩//