Print Date & Time : 14 May 2025 Wednesday 4:03 am

মিরপুরে জাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে আমলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড খয়েরপুর বাজার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড জাসদের সভাপতি একরামুল হক ফকু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ। ওয়ার্ড জাসদের সাধারন সম্পাদক বিমান মোল্লাল সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।

এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, সদরপুর ইউনিয়ন জাসদের সভাপতি ছাবদার হোসেন মেম্বার, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি মীর রিসান প্রমুখ। এসময় জাসদ, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ অক্টোবর ২০২৩