কুষ্টিয়ার মিরপুরের মালিহাদে ইউনিয়ন জাসদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মালিহাদ বাজার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসদ নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সবেদ আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। এসময় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গনি, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, উপজেলা জাসদের সদস্য মোঃ আক্কেল হোসেন মেম্বার, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা প্রমুখ।

Discussion about this post