Print Date & Time : 12 May 2025 Monday 5:00 pm

মিরপুরে জাসদ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

“নির্বাচন বিরোধী সন্ত্রাসবাদীদের প্রতিহত করুন” বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস নৈরাজ্য-হরতাল অবরোধ-অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রতিবাদে মিরপুর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জাসদের আয়োজনে গত ৯ ডিসেম্বর-২০২৩- শনিবার বিকালে জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জাসদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর মুক্তিছুর রহমান মির্জা, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিসান, মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, মিরপুর পৌর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান রাব্বি প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৯,২০২৩//