বুধবার( ৭ সেপ্টেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জোন ফাইনাল ফুটবল ম্যাচে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে কে.এন.বি মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়েছে।
৪৯তম জাতীয় আন্ত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় জোনে সকাল ১০ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় বনাম কে.এন.বি মাধ্যমিক বিদ্যালয় প্রথমার্ধের খেলায় ছত্রগাছা ১ গোলে এগিয়ে থাকেলও দ্বিতীয়ার্ধের কে.এন.বি ১ গোল দিয়ে সমতায় ফেরে, পরে প্লান্টিতে ছত্রগাছা ১ গোল করে কে.এন.বি ৩ গোল পায়। কে.এন.বি ছত্রগাছাকে ২-৪ গোলে হারিয়ে জয়ী হয়। উক্ত খেলায় ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়র ছাত্র মাহবুব বিশ্বাস মন সেরা খেলোয়ার নির্বাচিত হয়।
রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৭,২০২২//