কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রলির নিচে চাপা পড়ে মহিরণ খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদশি সূত্রে জানান (২২-০৬-২০২২) বুধবার সকাল ১০টার দিকে মেয়ে ও নাতনিকে নিয়ে ওই নারী মিরপুরে ডাক্টারের কাছে আসছিল।
এমতাবস্থায় রাস্তা পার হওয়ার সময় দূত গতির টলির নিচে পড়ে সে আহত হয়। স্থানীয়রা তাকে স্বাস্থ্যকমপেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান।
নিহত মহিরণ খাতুন দৌলতপুর উপজেলার সেনপাড়া গ্রামের মৃত্যু আজিমুদ্দিনের স্ত্রী। তিনি ৩ ছেলে-৩ মেয়ের জননী। এ সময় টলির চালক পালিয়ে গেছে। তবে টলিটি স্থানীয়রা ধরে স্বাস্থ্যকমপেক্সের সামনে রেখে দিয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২২, ২০২২//