Print Date & Time : 25 August 2025 Monday 8:11 am

মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া মোল্লাপাড়া এলাকায় ১৭৭ নং রেলওয়ে পিলারের নিকট এই দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয়দের বরাতে ওসি এমদাদুল হক জানান, বৃহস্পতিবার সকালে খুলনা হতে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনের ১৭৭ নং পিলারের নিকট পৌঁছালে ঘটনাস্থলে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৩,২০২৩//