Print Date & Time : 22 April 2025 Tuesday 12:51 pm

মিরপুরে ডাঃ মুসতানজীদের গণসংযোগ

কুষ্টিয়ার মিরপুরে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস গতকাল শনিবার দিনব্যাপী মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

 সকালে তিনি মিরপুর উপজেলার উপজেলা বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর বাজারে গণসংযোগ করেন। এ সময়ে তার সাথে বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, ইউপি সদস্য সানোয়ার হোসেন, সমাজসেবক ওয়াসিদুল হক বাদশা, মুনজুরুল হক উজ্জল, তোফায়েল আহমেদ রুমি, মোর্শেদুল হক মিনু, ছাত্রনেতা রাব্বি, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 এ সময়ে তিনি মাদক, সন্ত্রাসমুক্ত স্মার্ট মিরপুর-ভেড়ামারা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ নভেম্বর  ২০২৩