Print Date & Time : 27 July 2025 Sunday 10:44 pm

মিরপুরে ডাঃ মুসতানজীদের গণসংযোগ ও মতবিনিময়

কুষ্টিয়ার মিরপুরে নাগরিক কমিটির সভাপতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ জাতীয় সংবাদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার তিনি উপজেলা আমবাড়ীয়া ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করেন।

পরে দুপুরে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মতবিনিময় করেন। আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মুসা, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান পলাশ, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি লাকী আক্তার, সমাজসেবক ওমর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা খাতুন, রুমানা আক্তার সাথী, রহিমা খাতুন, সোহেল রানা, হাসিবুল ইসলাম, নূর আলী, শহিদুল ইসলাম, সজিব আহমেদ, মিনারুল ইসলাম, দাউদ আলী, মারফত আলী, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্কেমকান্ডকে তুলেধরে তিনি নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ জুলাই ২০২৩