মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হলেন, উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের সেকেন আলীর ছেলে মাহাবুল ইসলাম কানু (৩০), ধুবইল ইউনিয়নের লক্ষিধরদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শ্যামল (২৬) ও ভেড়ামারা উপজেলার কোদালিয়া গ্রামের আশরাফ জোয়ার্দ্দারে ছেলে লালন (৩৫)।
এব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া মাঠ এলাকায় একটি ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার একটি চৌকস পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে।
আটকের সময় কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওসি আরো জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে তাদেরকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post