মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহতের ঘটনা ঘটেছে।
রোববার (৩ মে) সকাল আটটায় মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান মালিথা পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চারজন আহত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের কেন্দ্র করে আপন চাচাতো ভাই ছাদিমুল ইসলাম টিটু ও আব্দুর রহমান জন গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। যারই পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৯ টায় জন গ্রুপ ও টিটু গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টিটু গ্রুপের তিনজন ও জন গ্রুপের একজন আহত হওয়া খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, সকালে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের চারজন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।