মারফত আফ্রিদী, মিরপুর: কুষ্টিয়ার মিরপুরে দুই মাদক সেবীকে এক বছর ও ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়াার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নিশ্চিন্তপুর ও বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর এলাকায় ভ্রাম্যমান আদালতে দু’জন মাদকাসক্ত ব্যক্তিকে পৃথক এক বছর ও ছয় মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম।
কারা দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, উপজেলার মির্জানগর এলাকার ফজলু মন্ডলের ছেলে সুমন (২৪) ও নিশ্চিন্তপুর এলাকার বারেক মিয়ার ছেলে ফিরোজ আলী (২৯)।
মিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর উপজেলার নিশ্চিন্তপুর ও মির্জানগর এ অভিযান চালিয়ে মাদক সেবন এর সময় দুজন মাদকাসক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জানগর এলাকার সুমনকে এক বছর ও নিশ্চিন্তপুর এলাকার ফিরোজ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা করে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায় মাদকাসক্ত ব্যক্তিরা মাদক সেবনের পাশাপাশি এলাকার পরিবেশ নষ্ট করছিল। পরবর্তীতে মাদকাসক্ত ব্যক্তিদের কে মিরপুর থানা পুলিশের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Discussion about this post