Print Date & Time : 22 August 2025 Friday 12:32 am

মিরপুরে ধলসা-পয়ারী মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ধলসা-পয়ারী হযরত ওমর ফারুক (রা:) দাখিল মাদরাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে মাদরাসা সংলগ্ন মসজিদের সম্প্রসারিত দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, ধলসা-পয়ারী হযরত ওমর ফারুক (রা:) দাখিল মাদরাসার সুপার মোঃ আজিজুর রহমান, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, ধলসা-পয়ারী হযরত ওমর ফারুক (রা:) দাখিল মাদরাসার সহকারী সুপার মোঃ ইয়াকুব আলী, মাওলানা কাজী আব্দুল কুদ্দুস, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল মাজেদ, মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল খালেক, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ সুকচাদ আলী, ক্বারী শিক্ষক মোঃ শওকত আলী, সহকারী শিক্ষক মোছাঃ মাহামুদা আক্তার প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//