ধানের মাজরা পোকা দমনে কৃষকদের নিয়ে কর্মশালা করছে কুষ্টিয়ার কৃষি উন্নয়ন বিষয়ক লাইব্রেরী ও সংগঠন কৃষকের বাতিঘর ও কৃষিভিক্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিডি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ও সদরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসলের মাঠে কৃষকের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তারা।
এসময় তারা কৃষকদের ধানের মাজরা পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ে বই পড়ে শুনিয়ে পরামর্শ দেন এবং কার্যক্রমে সাহায্য করেন।
এই কার্যক্রমে অংশ নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষকের বাতিঘরের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সাগর, কৃষিবিডির পরিচালক জাহিদ হাসান, কৃষকের বাতিঘরের কোষাধক্ষ্য আশাদুজ্জামান (রতন), কার্যনির্বাহী সদস্য ও জিনিয়া আক্তার, সদস্য মীম আক্তার এবং সাদিয়া ইসলাম সানজিদা।
এসময় তারা বলেন, বর্তমানে এই এলাকায় মাজরা পোকার আক্রমণ অনেক বেড়ে গেছে। বিশেষ করে এই পোকার আক্রমনে চাষিরা প্রচুর ক্ষতিগ্রস্থ হচ্ছে। সে কথা বিবেচনা করেই এই বিষয়ে চাষিদের নিয়ে কর্মশালা করা হয়।
কৃষকের বাতিঘরের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সাগর বলেন, ধান ক্ষেতের শতকরা প্রায় ৭০ থেকে ৮০ ভাগ ফসলই নষ্ট হয়ে যেতে পারে যদি সময়মত মাজরা পোকা দমন না করা যায়। সেজন্য আমরা জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে এই পোকার দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের জানিয়েছি। এখন কৃষকরা জানে যে- নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়; হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়; মাজরা পোকার পূর্ণ বয়স্ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তখন ধান ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোর ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়; এবং চারা লাগানোর পরপরই জমিতে পর্যাপ্ত পরিমানে ডালপালা বা খুটি পুতে দিন যাতে সেখানে পাখি বসে পোকা খেতে পারে। আমরা আশা করছি এই তথ্যগুলো ব্যবহারিকভাবে কাজে লাগিয়ে চাষিরা উপকার পাবে।
পরে কৃষিবিডির পক্ষ থেকে কৃষকদের জমিতে ডাল পুতে পাখি বসার ব্যবস্থা (পার্চিং) করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে আরও সম্পৃক্ত ছিলেন লাইব্রেরী ও সংগঠনের সভাপতি মো. সামসুল হক, সহ-সভাপতি কাঞ্চন কুমার, কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমানসহ অন্যরা। এই কার্যক্রমে সহযোগিতা করে অ্যাগ্রো অ্যালকেমি এবং কৃষিবিডি। কর্মশালা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে অ্যাগ্রো অ্যালকেমির জৈব সার বিতরণ করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//

Discussion about this post