“সচেতন চাষী সমৃদ্ধ কৃষি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতির বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনিসুর রহমান, সিনজেনটা কোম্পানীর জোনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান মাসুদ, ব্র্যান্ড ম্যানেজার জামাল হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, ফসলে সার-কীটনাশক প্রয়োগ করেও কাঙ্খিত উপকার পাচ্ছেন না চাষিরা। অনেক ক্ষেত্রে উল্টো ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। কৃষকদের অভিযোগ, আকর্ষণীয় মোড়কে বাজারে বিক্রি হচ্ছে হরেক রকমের ভেজাল কীটনাশক, দামও বেশি। প্যাকেটের গায়ের দামেই কৃষকরা কিনছেন এসব কীটনাশক। এরপর ফসলে ব্যবহার করে ফল মিলছে শূন্য। সারের বেলায়ও একই অবস্থা। এছাড়াও অনেক সময় দোকানিরা মেয়াদোত্তীর্ণ ওষুধ কোম্পানির কাছে ফেরত না দিয়ে বা নষ্ট না করে কৃষকের কাছে বিক্রি করছেন। কৃষক সরল বিশ্বাসে তা নিয়ে ক্ষেতে ব্যবহার করছেন। পরে দেখা যাচ্ছে ওই ওষুধে উপকারের পরিবর্তে ক্ষতি হচ্ছে বেশি।
অনেক নিম্নমানের কোম্পানি রয়েছে। তারা বিভিন্ন কীটনাশক বাজারজাত করে থাকে। চাষিরা না বুঝে এগুলো কিনছেন। এছাড়াও ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কৃষিপণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সকলকে সচেতনও হতে হবে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১০,২০২৩//