Print Date & Time : 21 August 2025 Thursday 5:51 am

মিরপুরে নবাব সিরাজউদ্দৌলা কলেজ পরিদর্শন

মিরপুর উপজেলার নবাব সিরাজউদ্দৌলা কলেজ পরিদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন।

রবিবার সকালে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্য্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পড়ালেখা করে জিপিএ গোল্ডেন ৫ পেলেই হবে না। সব দিক থেকেই এগিয়ে মানুষের মত মানুষ হওয়ার আহবান জানান।

এসময় নবাব সিরাজউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মুহা: ফরিদ উদ্দিনসহ কলেজের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নবাব সিরাজউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মুহা: ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি নবাব সিরাজউদ্দৌলা কলেজকে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে সরকার। তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে। এই শেষ বয়সে কলেজের এমপিওভুক্ত হয়েছে জেনে আমি ভীষন খুশী। আমার কলেজে ২৪ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা বিনাবেতনে পাঠদান করে আসছিলেন। এমপিওভুক্তি না হওয়ায় তারা এতোদিনে মানবেতর জীবনযাপন করছেন।’
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে এ অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সহযোগিতায় ২০০০ সালে দেড় একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের কাছে শিক্ষা বিস্তারের লক্ষে অধ্যক্ষ মুহা: ফরিদ উদ্দিন প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। কিন্তু, দীর্ঘ বাইশ বছর পর সম্প্রতি এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়েছে নবাব সিরাজউদ্দৌলা কলেজ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//