কুষ্টিয়ার মিরপুরে নবাব সিরাজ-উদ-দ্দৌলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
এসময় তিনি বলেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তি ভিত্তিক ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য উদ্যোগী হতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো ফলাফল করতে হলে পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন কৌশল এর উপরেও তিনি বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জাসদ নেতা আহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে দক্ষভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে শিক্ষিত হতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন। মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুজতবা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারুইপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার ছানাউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য উফান আলী মেম্বার, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বিওটি সদস্য জুলফিকার আলী ও প্রমোশন অফিসার ইমাম মেহেদী, কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হামিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজন আলী।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষায় ব্যবহারের জন্য প্লাস্টিকের ফাইল, কলম ও স্কেল প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১০,২০২৩//

Discussion about this post