কুষ্টিয়ার মিরপুরে নৌকার পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর বাজারের ঈগল চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময়ে পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হক রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী, আনোয়ারুল ইসলাম মালিথা, রুহুল আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মতিন লোটাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আলিমুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মিলন চৌধুরী, সাবেক শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি জমির উদ্দিন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহাতুজ্জামান রাহাত, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগেরযুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল জোয়ার্দ্দার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, সোহাগ আহমেদ, পৌর যুবলীগের আহ্বায়ক হাসানুর রহমান খান তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ১৪ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাসানুল হক ইনুকে নৌকা মার্কা প্রতিকে বিজয়ী এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ ডিসেম্বর ২০২৩