কুষ্টিয়ার মিরপুরে পশু খামারিদেও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুন) সকালে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামস্থ শিলাদহ ডেইরী দুগ্ধ সংগ্রহ ও শিতলীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মিলন ডেইরী ফার্মের সত্বাধিকারী জুবায়ের হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে পশু সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের এসএসআইএল আবুল কালাম আজাদ, আলী আকবর, জলিল উদ্দিন খান, আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, শিলাইদহ ডেইরী’র হেড অব অপারেশন সাদিক হাসান, কিউসি অফিসার সোহেল রানা, কালেকশন অফিসার আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২২ জুন-২০২২//

Discussion about this post