Print Date & Time : 10 May 2025 Saturday 2:04 pm

মিরপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ

মিরপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

জেলা পাট উন্নয়ন কর্সকর্তা মামুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, সহকারী প্রকল্প পরিচালক ওসমান আলী শেখ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মূখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ ফেব্রুয়ারি ২০২৪