Print Date & Time : 26 August 2025 Tuesday 9:30 pm

মিরপুরে পুলিশের অভিযানে গাঁজার গাছসহ আটক-১

মিরপুর থানার পুলিশ বুধবার ভোরে গাঁজা চাষি লিটন আলী খানকে আটক করে। তার বাড়ি উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের  নওদা তালবাড়ীয়া গ্রামে। সে মৃত্যু আজিজুল খানের পুত্র।

পুলিশের জিজ্ঞাসাবাদে লিটনের স্বীকারোক্তিতে তার নিমার্ণাধিন ঘরের মধ্যে বিশাল আকারের গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় লিটনকে গাছসহ আটক করা হয়। এ ব্যাপারে লিটনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) ১৮এর(ক) ধারায় মামলা হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন মিরপুর থানার এস আই অসিত কুমার ও সঙ্গীয় ফোর্স।   

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০১,২০২৩//