Print Date & Time : 2 July 2025 Wednesday 7:24 pm

মিরপুরে পুলিশের অভিযানে আটক-১

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ জাহিদ হাসান ইমন(২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ জাহিদ হাসান ইমন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকার মৃতঃ তৌহিদ মন্ডলের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদ হাসান ইমনকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।

আটককৃত জাহিদ হাসান ইমনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মোঃ আজমল হোসেনের সঠিক দিকনির্দেশনায় মিরপুর থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।