Print Date & Time : 10 May 2025 Saturday 9:58 pm

মিরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে নাজমুল হোসেন নামে এক ব্যক্তির উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
এসময় মারধোর, ঘরবাড়ি ভাংচুর এবং লুটপাট করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নাজমুল বাদী হয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে- জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই তাদের সঙ্গে পূর্ব শত্রুতা চলে আসছিল গ্রামের প্রভাবশালী মালেকের।
ওই জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবুও জমিটি দখল করতে গত বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে কুর্শা ইউনিয়নের রামনগর গ্রামের প্রভাবশালী মালেক ও তার সহযোগী খালেক, ওহেদ, রাজিব ও রহমান, কেরু, কতুব, মহিবুলসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে তারা। এসময় আমার স্ত্রী এবং আমার মাকে মারধোর করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুত্ব জখম করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হয়ে আমার উপর হামলাকারী ও আমার বাড়িতে থাকা টাকা পয়সা লুটপাটের সঙ্গে জড়িত ৮জনকে আসামি করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। তাঁরা এখন প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।
আমি আসামিদের কঠোর শাস্তির দাবি করছি।

এ বিষয় অভিযুক্ত মালেকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,এঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাতে অভিযুক্ত মহিবুল নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//