কুষ্টিয়ার মিরপুরে পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার সড়ক বাতি পরিদর্শক ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (১ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জাহিদ হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজা, লাকী খাতুন, পৌরসভার সচিব আব্দুল হান্নান, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম।
মিরপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ’র পরিচালনায় বক্তব্য রাখেন লাইসেন্স পরিদর্শক খাইরুল ইসলাম, সহকারী কর আদায়কারী আশরাফুল হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা সড়ক বাতি পরিদর্শক মোখলেছুর রহমানের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদন জানান এবং দ্রæত হামলাকারী তিতুকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
আর//দৈনিক দেশতথ্য//১ জুন-২০২২//

Discussion about this post