মারফত আফ্রিদী, মিরপুর: কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড নওয়াপাড়া মহল্লায় এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
নওয়াপাড়া গ্রামের ফজর আলীর নাতি ছানি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দুই পা অচল হয়ে যাওয়ায় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের একান্ত ইচ্ছায় ও দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের সহযোগিতায় এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের আওতায় আমি নিজেও কয়েক জায়গায় হুইল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। সংস্থাটির বিভিন্নমূখী সামাজিক কার্যক্রম প্রশংসার দাবী রাখে।
এসময় উপস্থিত ছিলেন, মিরপুর পৌরসভার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের উপজেলা কর্মকর্তা মিলন হোসেন, মিরপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের উপজেলা কর্মকর্তা মিলন হোসেন বলেন, আমার কাছে এতো পরিমান প্রতিবন্ধীদের হুইল চেয়ারের আবেদন জমা পড়েছে যে, তা আমরা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের সমাজে অনেক বিত্তবান বা ধনী লোক আছেন তারা যদি আমাদের সহযোগিতা করতো, তাহলে আমাদের কাজকে এগিয়ে নিতে আরো সহজ হতো।

Discussion about this post