Print Date & Time : 14 May 2025 Wednesday 2:35 am

মিরপুরে প্রতিবেশির হামলায় বৃদ্ধ আহত

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশির হামলায় ইয়াকুব আলী (৭০) নামের এক বৃদ্ধ আহত হয়েছে।

সে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া গ্রামের মৃত বাহাদুর মন্ডলের ছেলে। রোববার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে প্রতিবেশি মৃত ইছাহক আলীর ছেলে জুলহক (৩২) দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা আহত ইয়াকুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ইয়াকুব আলী বলেন, আমার বসতবাড়ি সংলগ্ন মেহেগণি বাগান প্রতিবেশি জুলহক জোর পূর্বক দখল করার চেষ্টা করছে। ঘটনার দিন আমি দুইজন শ্রমিক নিয়ে ওই বাগানে কাজ করতে গেলে সে আমাকে বাধা দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে সে দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায়। এছাড়াও সে আমাকে ভিটামাটি ছাড়া ও হত্যার হুমকী দেয়। এ ব্যাপারে ভুক্তভোগি ইয়াকুব আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//১ মার্চ,২০২২//