Print Date & Time : 11 May 2025 Sunday 1:23 am

মিরপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের অপসারণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

শনিবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শত শত নারী-পুরুষের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুন-অর-রশিদ হিরন খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সুফি আল আসাদ বিপ্লব, আবু জাফর, খলিলুর রহমান, আমলা ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল আহমেদ, ক্রীড়াবিদ আনোয়ার হোসেন বুড়ো, হাশেম আলী, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আহাম্মদ আলী, আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, আতিকুল ইসলাম, চাকুরী প্রার্থী শিহাব উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, প্রধান শিক্ষক এনামুল ইসলাম বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দূর্নীতিতে জড়িয়ে পড়েন। দৈনিক পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শুক্রবার (২২ জুলাই) গোপনে নিয়োগ কমিটি করে মোটা অংকের টাকার বিনিময়ে ৬টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। বক্তরা এ অবৈধ নিয়োগ এবং দূর্নীতিবাজ প্রধান শিক্ষক এনামুল ইসলামের অপসারণের দাবী জানান।

এ ব্যাপারে প্রধান শিক্ষক এনামুল ইসলাম মুঠোফোনে বলেন, স্বচ্ছ ও নিয়ম-নীতি মেনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখনও নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি।

আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//