দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’, স্লোগানকে সামনে রেখে, কুষ্টিয়ার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ও মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ সবুজ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শাহে আলম ও অন্যান্য সদস্যবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ সমাপ্তি হবে।

Discussion about this post